নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মারিশদা :: পুলিশের হানা তে বন্ধ হয়ে গেল নাবালিকা বিয়ে। মঙ্গলবার জাঁকজমকভাবে সানাই বাজিয়ে দিয়ে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার লাউদা গ্রাম পঞ্চায়েতের ধামাই গ্রামে। কিন্তু এলোনা বর। আগেই গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের আসরে হানা দিল মারিশদা থানার পুলিশ ও বিডিও।
পুলিশ আসার খবর পেয়ে বিয়ে করতে এলেন না বর থেকে বর যাত্রীরা। অবশেষে নাবালিকা বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার লাউদা গ্রাম পঞ্চায়েতের ধামাই গ্রামের মঙ্গলবার বিষ্ণুপদ ঘোড়াই ১৫ বছরের মেয়ে নন্দিনী পাশের গ্রামে টাটকাপুরে যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল।সানাই থেকে কন্যা যাত্রীরা খাওয়া ও দাওয়া শুরু করে দিয়েছেন। শুধু বর আসার অপেক্ষা করছেন কন্যাযাত্রী । বর আসার আগেই বিয়ে মঞ্চে হানা দিল মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু ও বিডিও নেহাল আহমেদ। অবশেষে সেই বিয়ে বন্ধ করে দেন। নাবালিকা সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে দুই পরিবারকে বোঝান। অবশেষে পুলিশ আধিকারিকরা কথা মেনে নেওয়ায় সেখান থেকে চলে আসেন। মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন ” পরিস্থিতি নজরে রাখা হয়েছে। নাবালিকার বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে “।