ইংরেজবাজার পুর এলাকায় বেআইনি অটো বন্ধের সিদ্ধান্ত

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ইংরেজবাজার পুরো এলাকায় বেআইনি অটো বন্ধের সিদ্ধান্ত কৃষ্ণেন্দুর। কোন বেআইনি অটো নেই এই দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের। পুর চেয়ারম্যানের পাশে বিরোধীরা।যানজট ও ইংরেজবাজার পৌরসভা এলাকা দুটি সমার্থক শব্দ।

ইংলিশ বাজার পুরসভা এলাকার রথবাড়ি মোড়ে দীর্ঘদিন ধরে রয়েছে একটি অটো স্ট্যান্ড।
মালদা শহরের রথবাড়ি মোড় থেকে কোতোয়ালি পর্যন্ত স্টেশন রোড দিয়ে এই রুটের অটো যাতায়াত করে। আর এই অটো স্ট্যান্ড রাস্তার উপর থাকার ফলে দীর্ঘদিন ধরে শহরের অন্যতম ব্যাস্ততায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি এই এলাকা দিয়ে যাতায়াত করে বেশ কিছু বেআইনি আটো।

ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে এই এলাকা থেকে অটো স্ট্যান্ড তুলে অন্য এলাকায় স্থানান্তর করা হবে। পাশাপাশি যে বেআইনি অটো চলছে সেগুলি কেও আর চলাচল করতে দেওয়া হবে না।
এই নিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাথে দ্বিমত তারই দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল।জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল বলেন এই রুটে বেআইনি অটো নেই। তবে চেয়ারম্যান যানজটের যে কথা বলেছেন তা তিনি স্বীকার করে নিয়েছেন।

অন্যদিকে এ নিয়ে চেয়ারম্যানের পাশে কার্যত দাঁড়িয়েছেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। জেলা আই এন টি ইউ সি সভাপতি লক্ষ্মী গুহ বলেন এখানে বেশ কিছু বেআইনি অটো চলে। তবে বর্তমান চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে সিদ্ধান্ত নিয়েছেন তা বন্ধ করার তা কি তিনি করতে পারবেন? লক্ষ্মী গুহর অভিযোগ শাসকদলের শ্রমিক সংগঠনের মধ্যেই এই বেআইনী অটো চলছে।

পুরসভার বিরোধী দলনেতা তথা দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন,এই রুটে অনেক বেআইনি অটো চলাচল করে এবং শহরের যানজটের সৃষ্টি করে অবিলম্বে তা বন্ধ করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =