কুমার মাধব :: সংবাদ মাধব :: মালদহ ;; প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।বৃহস্পতিবার সকালে প্রসূতি মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজনেরা।পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।রোগীর পরিবারের অভিযোগ,চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে।
যদিও চিকিৎসক বিশ্বজিৎ রায়কে ফোনে ধরা হলে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।হাসপাতাল সূত্রে জানা গেছে,মৃত ওই প্রসূতির নাম উমা ঘোষ(২২)বাড়ি চাঁচল-২ নং ব্লকের নদাপাড়া গ্রামে।
মৃতার স্বামী পেশায় কৃষক রঞ্জিত মন্ডল জানান,স্ত্রীর প্রসব যন্ত্রণা হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করি।বুধবার বিকেলে স্বাভাবিকভাবে প্রসব করে।অভিযোগ,প্রসবের পর রোগীর রক্তক্ষরণ থামেনি।নার্সদের ডাকতে গেলে কেউ মুখ ফিরে তাকাইনি।শেষ পর্যন্ত নার্সদের পা ধরে আবেদন করেও রক্ষা হয়নি। সেই সময় ধরে চিকিৎসক বিশ্বজিৎ রায়েরও দেখা মেলেনি বলে অভিযোগ।প্রসূতি আশঙ্কাজনক থাকলে হাসপাতালের তরফে কোনো চিকিৎসা হয়নি বলে অভিযোগ করা হয়েছে । সদ্যোজাত শিশুটিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন ও স্থানীয় চাঁচল থানাতেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবারের লোকজনেরা।এবিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কুমারেশ ঘোষ জানান,কোনোরকম রক্তক্ষরণ হয়নি।শ্বাসকষ্ট জনিত কারনে মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে।চিকিৎসক ও নার্সরা সেখানেই উপস্থিত ছিল