কুমার মাধব :: সংবাদ মাধব :: মালদহ ;; তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজার থানার মিলকি এলাকায় অভিযান চালায় এস টি এফ।কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা ইসরাফিল শেখকে গ্রেফতার করে এসটিএফ এর আধিকারিকেরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেভেন এম এম রিভলবার। ছটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্র গুলি ঝাড়খণ্ডের রাজমহল মানিকচক ঘাট দিয়ে নিয়ে আসা হয়েছিল বলে এসটিএফ সূত্রে খবর। এই কারবারে আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।