কুমার মাধব :: সংবাদ মাধব :: মালদহ ;; মালদা জেলা পুলিশ পুকুরিয়া থানার উদ্যোগে ২ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয় ।পুকুরিয়া হাই স্কুল ময়দানে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।আজ কোয়াটার ফাইনাল আগামীকাল সেমিফাইনাল এবং রবিবার দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
আজ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সম্প্রীতি ফুটবল খেলার সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং পুকুরিয়া থানার সমস্ত পুলিশ অফিসাররা, ও ছিলেন সিভিক ভলেন্টিয়ার এরা। সেখানে উপস্থিত ছিলেন আটটি অঞ্চলের প্রধানরাও ।