বর্ধমানে রাজ‍্যের মধ‍্যে যুগ্ম প্রথম স্থান অধিকার রৌনকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ মাধব :: বর্ধমান ;; করোনার প্রকপ কাটিয়ে ছন্দে ফিরেছে পৃথিবী ২০২১পশ্চিমবঙ্গ মধ‍্যশিক্ষা পর্ষদের মাধ‍্যমিক পরিক্ষা লিখিতভাবে না হলেও ২০২২আবার আগের মতোই পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ‍্যালয়ে মাধ‍্যমিক পরিক্ষার্থীরা পরিক্ষা দেয় আগের মতই।মাধ‍্যমিক ২০২২লিখিত পরিক্ষার রেজাল্ট বেরালো আজ ।মধ‍্যশিক্ষ পর্ষদের পক্ষ থেকে রেজাল্ট ঘোষনা করার পর দেখা যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জয়জয়কার।তার বাবা মা তাকে ধরে আদর এবং মৃষ্টিমুখ করায়।

কারন বর্ধমান শহরের সিএমএস হাই স্কুলে রৌনক মন্ডল ৬৯২পেয়ে রাজ‍্যে যুগ্ম প্রথম স্থান দখল করেছে।স্কুল শিক্ষক কুন্তল মন্ডলের ছেলে রৌনক বর্ধমান শহরের গোলাহাট এলাকায় ভাড়া    থাকে ।রৌনকের বাবা জানান ছেলের লেখাপড়ার জন‍্যই খন্ডঘোষ ব্লকের কুকুরা গ্ৰাম ছেড়ে বর্ধমান শহরে থাকা ।ছেলের সাফল‍্যে রৌনকের বাবা এবং মা বলেন তাদের পরিশ্রম সফল হয়েছে।রৌনক জানায় আগামীতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় ।

এই সাফল‍্যের পিছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের সাহায‍্য সহযোগীতাতেই এই সাফল‍্য বলে জানায় রৌনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =