সুদেষ্ণা মন্ডল :: সংবাদ মাধব :: বারুইপুর ;; প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। গত দু’বছর করোনা মহামারীর জেরে অনলাইনে মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে অনলাইন এর পরিবর্তে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৭৯ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।
আজ সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানান এ বছর পরীক্ষা দিয়েছে ১০লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর পাসের হার ৮৬.৬০ শতাংশ ।পাসের হারে হিসাবে পিছিয়ে ছাত্রীরা। চলতি বছরে পাশের নিরিখে এবছর প্রথম স্থান পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিংপং, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থান কলকাতা।
কিন্তু পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা মজিলপুর জে এম ট্রেনিং স্কুল থেকে রাজ্যের সপ্তম ও যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করে এই স্কুলের ছাত্ররা। সপ্তম স্থান অধিকার করে অপূর্ব নস্কর প্রাপ্ত নম্বর ৬৮৭।
যুগ্মভাবে এই স্কুলের ছাত্র অষ্টম স্থান অধিকার করে শাশ্বত নাইয়া প্রাপ্ত নম্বর ৬৮৬। সোহম পাল প্রাপ্ত নম্বর ৬৮৬ ।
সোহম ও শাশ্বতর বাড়ি মথুরাপুর কিন্তু পরিবারের কর্মসূত্রে দুজনেই জয়নগর-মজিলপুর এলাকায় ভাড়ায় থাকে। অন্যদিকে রাজ্যের দশম স্থান অধিকার করে কুলপি জনপ্রিয় হাই স্কুলের ছাত্রী বার্নিতা সাহা প্রাপ্ত নম্বর ৬৮৩।
জীবনে বড় পরীক্ষা সাফল্যের পর সকলেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে চায়। চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য মাধ্যমিকের সফল ছাত্র ছাত্রীদের সকলের।