নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শিলিগুড়ির ফুলবাড়ি থেকে উদ্ধার লজ্জাবতী বানর।আজ সকালে ফুলবাড়ীর ঘোষকডাঙ্গাতে একটি বাড়ি থেকে উদ্বার হয় এই বিরল প্রজাতীর বানর।এদের সামনে গেলে এরা মাথা নিচু করে থাকে বলে এদের বলা হয় লজ্জাবতী বানর।ভারতের রাজস্থান এবং হরিয়ানাতে এই ধরনের বাদর দেখতে পাওয়া যায়।আজ সকালে ওই বাড়ির একজন মহিলা বাইরে জল আনতে গেলে ওই বানরটিকে দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে খবর দেন এবং বাড়ির লোকেরা বন দপ্তরে খবর দেন।বনদপ্তরের লোকেরা এসে ওই বানরটিকে উদ্বার করে নিয়ে যায়।
ওই বানরটি শাকপাতা ছাড়া আর কিছুই খায় না বলে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা।বাদরটি কিছুটা অসুস্থ থাকায় তার চিকিৎসার ব্যাবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা।