চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ – সীতাকুণ্ডে নিহত ৪১

বিদেশ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা ৪১।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সোমবার দুপুরে গণমাধ্যমকে বলেন, কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে একবার গণনা করা হয়। আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সেগুলো গণনা করা হয়। তাতে সংখ্যা বেড়ে ৪৯ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। তাই মৃতের প্রকৃত সংখ্যা ৪১। এরপর আর কোনো মৃতদেহ উদ্ধার হলে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত লাশ পাওয়া গেছে ৪১ জনের। তাই নিহত মানুষের সংখ্যা ৪১।’

গতকাল রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নিহত মানুষের সংখ্যা ৪৯ বলে জানিয়েছিলেন। তবে পুলিশের সঙ্গে সমন্বয় করে এই দুই সংস্থাও এখন নিহত মানুষের সংখ্যা ৪১ বলে জানাল।

সোমবার সকালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন হাসপাতালে গণমাধ্যমকে বলেন, নিহত মানুষের সংখ্যা ৪১। চট্টগ্রাম থেকে আমাদের সংযোজন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনৈক জাহাজ ব্যবসায়ী বলেন যে এই জায়গায় কম বয়সী ছেলের দল কাজ করত । সবই গ্রাম গঞ্জের ছেলেরা ।

একদিন একটা লাইনে প্রায় দশটি করে কন্টেনার লাইনে থাকতো এবং কন্টেনার প্রতি কমেও দশটি করে শ্রমিক কাজ করত ফলে স্থানীয়দের ধারণা স্বভাবতই মৃত বা আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =