১০০ গ্রাম প্লাস্টিক ! রোগীর পেট থেকে বের করে বিরল অস্ত্রোপচার বোলপুর মহকুমা হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বীরভূমের লাভপুরের কুরুন্নাহার পঞ্চায়েতের রামঘাঁটি গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের হীরা শেখ। মূলত মলত্যাগে সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য এই রোগের লক্ষণ। প্রথম দিকে পেটে তীব্র যন্ত্রণা সহ গ্যাসের সমস্যা দেখা দিয়েছিল হীরা শেখের।পরবর্তীতে পেটের ছবি তোলার পর এই রোগের কথা জানতে পারেন চিকিৎসকরা। তারপরই বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকরা ওই ব্যক্তির অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেন।

এই ধরনের রোগী ২ লাখে একটি পাওয়া যায় বলে জানালেন হাসপাতালের চিকিৎসকরা।অস্ত্রোপ্রচার করার পর হীরা শেখের পেট থেকে প্রায় ১০০ গ্রাম প্লাস্টিকের অংশ বের করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন বিভিন্ন ধরনের শারীরিক অনিয়মের ফলে এই ধরনের রোগ শরীরে বাসা বাঁধে। তবে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ হীরা শেখ। এই বিরল অস্ত্রোপচারের খরচ অনেক টাকা।

কলকাতা বা অন্য কোন নার্সিংহোমে এই অস্ত্রোপচার করা হলে সেখানে ৭-৮ লক্ষ টাকা খরচ হত।স্বাভাবিকভাবেই তাদের পরিবারের সদস্য সুস্থ হয়ে উঠেছে এই ভয়ানক রোগ থেকে তা জানতে পেরে খুশি হীরা শেখের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =