সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়া সফরে এসে প্রশাসন ও দলের নেতাদের স্বচ্ছতার সাথে কাজ করার নিদান দেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাতেও বন্ধ হল কাটমানি চাওয়া শব্দটা। ফের উঠে এল পাণ্ডবেশ্বরের খট্টাডিহি কোলিয়ার কেকেএসসির নেতা উত্তম মণ্ডলের নাম।স্থানীয় সূত্রে জানা যায় খোট্টাডিহি খোলামুখ খনিতে মাটি কাটার যন্ত্র সরবরাহের বরাত পান রানীগঞ্জের বাসিন্দা ঠিকাদার চঞ্চল সরকার। কাজের দেখাশোনা করত সন্তোষ সরকার। তিন দিন আগে ট্রেলারে করে তিনি পাঁচটি যন্ত্র খোট্টারডিহি ওসিপি-তে নিয়ে আসে।
কিন্তু অভিযোগ ওই এলাকার যন্ত্রাংশগুলি নামাতে বাধা দেয় কেকেএসসির নেতা উত্তম মন্ডল। অভিযোগ উত্তম মন্ডল যন্ত্রাংশগুলি নামাতে সন্তোষবাবুর কাছে ১লাখ টাকা কাটমানির দাবি করে।এরপরই সন্তোষবাবু এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে যোগাযোগ করেন । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী পাঠিয়ে সমস্যার সমাধান করেন এবং কাউকে কোনো টাকা না দেওয়া হয় তা স্পষ্ট জানিয়ে দেন। পাশাপাশি তদন্তে সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঠিকাদার সন্তোষবাবু জানান তিন দিন ধরে যন্ত্রগুলি নামাতে দেওয়া হচ্ছে না। তিনি জানান শ্রমিক নেতা উত্তম মণ্ডল তাদের সংগঠনিক অফিসে তাকে ডেকে পাঠান এবং যন্ত্র নামানোর জন্য এক লক্ষ টাকা দাবি করেন।
এরপরই সন্তোষবাবু যোগাযোগ করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে। তিনি জানান নরেনবাবু-র হস্তক্ষেপে সমস্যা মিটেছে।ঠিকাদার চঞ্চল সরকার পাণ্ডবেশ্বর থানায় উত্তম মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
তবে এই বিষয়ে উত্তম মণ্ডলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃনমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন, ব্যাপারটা শুনেছি। কিন্তু যার নাম উঠেছে তারা কেকেএসসির কেউনা। তিনি বলেন যদি তারা কেকেএসসির সদস্য হয়ে থাকে পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে।