কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: কেন্দ্রীয় সরকার যদি ১০০ দিনের কাজের টাকা এই রাজ্য ও মালদা জেলার জন্য বরাদ্দ না করে। তাহলে কোন বিজেপি কর্মী কে রাস্তায় নামতে দেওয়া হবে না। পথসভায় দাঁড়িয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির প্রকাশ্যে বিজেপি কর্মীদের হুমকি। আর এই বক্তব্য ভাইরাল।সেখানে আব্দুর রহিম বক্সী বলছেন ১০০ দিনের কাজের জন্য টাকা যদি বরাদ্দ না করা হয় কোন বিজেপি কর্মীকে পথে নামতে যাওয়া হবেনা জেলা তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে তাকে প্রশ্ন করা হলে তিনি , স্পষ্ট ভাবে বলেন যা বলেছেন কার্যত সঠিক কথা বলেছেন।
দীর্ঘদিন ধরে মালদা জেলায় ১০০ দিনের কাজের টাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা হচ্ছে না। একজন সাধারন মানুষ কাজ হবেনা আর পাশের বাড়ির লোক বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবে এটা হতে পারে না এই কারনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন বিগত কয়েক বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই তদন্ত শুরু হওয়ার কারণেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার তার ফান্ড বন্ধ করেছে।এই তৃণমূলের নেতারা যে পরিমাণ দুর্নীতি করছে মানুষ এদের ওপর নজর রাখছে। আগামী দিনে এদেরই বাড়ি থেকে বেরোনো বন্ধো হয়ে যাবে।
কেন্দ্রীয় সরকারকে এমডি এনআরইজিএ (১০০ দিনের কাজ) এর জন্য টাকা বরাদ্দ করতে হবে। বাংলাকে বঞ্চনা করা চলবে না। জেলাজুড়ে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ব্লকে মিছিল ও ছোট ছোট পথসভা করা হচ্ছে।
মালদার চাঁচল এর মালতিপুরে এমনই একটি ছোট পথসভায় এই বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।