সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সাতসকালে ডায়মন্ডহারবারের রেললাইনের পাশে থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা রেলস্টেশন এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে একটি মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়।মহিলার রক্তাক্ত মৃতদেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেজিনা বিবি (২৮)। মহিলার মৃতদেহ পাশ থেকে উদ্ধার ডায়মন্ড হারবার হাসপাতালের একটি প্রেসক্রিপশন ও ব্যাগ।
শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মত কয়েকজন স্থানীয় বাসিন্দারা দৈনিক কাজে যাওয়ার সময় রেললাইনের পাশে মাঠে একটি মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এরপর খবর দেয়া হয় ডায়মন্ড হারবার থানাতে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
মহিলার শরীরে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়রা প্রাথমিক অনুমান করেন যে মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেজিনা বিবি (২৮)। মহিলার ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
পাশাপাশি মহিলারা পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।কি কারনে খুন তা খতিয়ে দেখছে থানার পুলিশ । খুনের সঙ্গে একাধিক ব্যক্তির জড়িত থাকার অনুমান করছে পুলিশ। ঘটনার তদন্তের পর উঠে আসবে আসল সত্য। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হয়নি।।