নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: অভিযান চালিয়ে বড়োসড়ো সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করতে না পারলেও ৫০ কোঁজি বেশি গাঁজা বাজেয়াপ্ত করে। পাশাপাশি একটি দামি গাড়ি আটক করে। অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার বিকালে জাতীয় সড়কের নাকা চেকিং শুরু করে পাঁশকুড়া থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তখনই একটি দামি গাড়ি আটকানোর চেষ্টা করেন। পুলিশ দেখেই দ্রুতগতিতে পালায় ওই দামি গাড়ি। পুলিশ ব্যারিকেড ভেঙে পালায় গাড়িটি। তখনই পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গাড়ি পিছু ধাওয়া করেন গাড়িটিকে ধরতে ।
ঘটনা বেগতিক বুঝে পাঁশকুড়া থানার জানাবাড় সংলগ্ন একটি একটি বাগানে মধ্যে গাড়িটি রেখে চম্পট দেয় অভিয়ুক্তরা। পুলিশ গিয়ে গাড়িটি শনাক্ত করেন ও গাড়িটে থাকা দুটি বস্তায় ৫০ কোঁজি গাঁজা বাজেয়াপ্ত করে।
পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার বলেন ” গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের পাশেই থানা এরিয়াতে নাকা চেকিং শুরু করি। একটি গাড়ি এসে পৌঁছায়। পুলিশ ব্যারিকেড ভেঙে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালায় অভিযুক্তরা।
কর্তব্যরত পুলিশ পিছু ধাওয়া করে জানাবাড় সংলগ্ন বাগানে মধ্যে গাড়িটি রেখে পালায় অভিয়ুক্তরা। এরপর গাড়িটি শনাক্ত করি ও গাড়ি ভেতর থেকে গাঁজা বাজেয়াপ্ত করি। ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ “।