নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: হাওড়ার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় বৃহস্পতিবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ২০১১ সালের ৬ মে খুন হন তপন দত্ত। তাঁর পরিবারের অভিযোগ ছিল, জলাশয় ভরাটের বিরোধিতা করেছিলেন তিনি। তাই তাঁকে খুন করা হয়েছিল।হাওড়া বালির তপন দত্ত হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি রাজশেখর মন্থা এজলাসে রায় দান করেন। পাশাপাশি গোটা মামলাটি নিম্ন আদালত অর্থাৎ হাওড়া কোর্ট থেকে সরিয়ে সরাসরি সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।
প্রায় ১১ বছর বাদে স্বামীর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ পেয়ে খুশি তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।ওই ঘটনার তদন্তে নামে সিআইডি। নিম্ন আদালতে অভিযুক্ত ৫ জন খালাস পায়। যদিও পরে সেই রায় খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
এরপর ঘটনার সিবিআই তদন্ত চেয়ে তপন দত্তের পরিবার আদালতের দ্বারস্থ হয়। এদিন হাইকোর্টের এই নির্দেশে খুশি তপন দত্তের পরিবার।তাঁদের আশা আসল দোষীরা এবার শাস্তি পাবে। পরিবারের তরফ থেকে তৃণমূল নেতার ছোট মেয়ে পূজা দত্ত জানান, দীর্ঘ এগারো বছর পরে যে সিবিআই তদন্তের রায় দেওয়া হয়েছে তাতে আমরা খুবই খুশি। সিবিআই ইনভেস্টিকেশন হলে আমরা আশা করছি দোষীরা সাজা পাবে।