নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: নার্সিংহোমের গাফিলতিতে হিটারে পুড়ে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মৃত শিশুটির পরিবার।
বুধবার রাতে লেবার পেন ওঠায় ময়নাগুড়ির বাসিন্দা সুজিত মণ্ডল তাঁর স্ত্রীকে জলপাইগুড়ি টাচ নার্সিংহোমে ভর্তি করেন। ওই রাতেই তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেয়। ওই ব্যক্তির দাবি তাঁর স্ত্রী এবং সন্তান সুস্থই ছিল। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাত সন্তানকে হিটারের উপর রেখে শরীর গরম করতে হবে বলে জানায়।
মা ও সন্তান বৃহস্পতিবার ভালই ছিল। শুক্রবার ভোরে হঠাৎ সুজিত মণ্ডলকে বলা হয় তাঁর ছেলে মারা গিয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, নার্সিংহোমের গাফিলতিতেই হিটারে পুড়ে মারা গিয়েছে সদ্যোজাত ছেলে। এই নিয়ে নার্সিংহোমের বিরুদ্ধে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিৎ মণ্ডল।
এদিকে জলপাইগুড়ি টাচ নার্সিংহোম তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ওই শিশুটির ময়নাতদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে এই খবর বাইরে চলে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন জলপাইগুড়ির স্থানীয় মানুষ। একটি শিশুর এইভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না জলপাইগুড়ির সাধারন মানুষ।