IMG_20220611_100817

জামুড়িয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান শিবির

জামুড়িয়া ট্রাফিক গার্ড জীবন সুরক্ষা কল্যাণ সংস্থার তরফে মুখ্যমন্ত্রী উৎসর্গ যোজনার আওতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে, ডিসি ট্রাফিক আনন্দ রায় জামুড়িয়া ট্রাফিক গার্ড অফিসে ফিতা কেটে এক ফ্রি কোচিং সেন্টার উদ্বোধন করেন। এসময় রক্তদানকারী পুলিশ কর্মী এবং সিপিভিএফ কর্মীদের ডিসি ট্রাফিক আনন্দ রায় সম্মাননা ও স্মারক প্রদান করে সম্মানিত করেন। এ সময় বিভিন্ন শিল্পীরা নাটক ও গানের মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান করেন। এই উপলক্ষে, ডিসি ট্রাফিক আনন্দ রায়, অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন যে রক্তদান একটি মহান দান, তাই প্রত্যেক ব্যক্তির রক্ত ​​দান করা উচিত কারণ রক্তের কোন বিকল্প নেই, তাই রক্ত ​​দান করলে অন্যের জীবন বাঁচানো যায়, তাই আমরা অনুপ্রাণিত হই মুখ্যমন্ত্রী। এছাড়া উনি আরো বললেন কল্লা ট্র্যাফিক গার্ড এর মতন জামুড়িয়া ট্র্যাফিক গার্ড এই জায়গা থেকে এলাকার আর্থিক সংকট জন্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সেই সব বাচ্চা দের এখন থেকে শিক্ষা দেওয়া হবে এবং সব ধরনের সাহায্য প্রদান করা হবে। এ উপলক্ষে এসিপি সেন্ট্রাল দুই প্রদীপ মণ্ডল সিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়া থানার ইনচার্জ সিদ্ধার্থ সাহা, জামুরিয়া ট্রাফিক গার্ড ইনচার্জ অর্ণব মণ্ডল, কাউন্সিলর মৃদুল চক্রবর্তী, জামুরিয়া চেম্বার অব কমার্সের সভাপতি জয়প্রকাশ ডোকানিয়া সচিব মহেশ সাবাড়িয়া সমাজসেবী সাধন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =