কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জমির দখল দারি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন।ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুকুরিয়া থানার কুতুবগঞ্জ গ্রামে। এর পরিপ্রেক্ষিতে পুকুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ কারিণী শাবানা নুরি বলেন,গত বৃহস্পতিবার সকাল বেলা বাঁশ কাটতে যান তার স্বামী রফিকুল ইসলাম এবং ভাসুর শফিকুল ইসলাম। এই বাঁশ কাটাকে কেন্দ্র করে বচসা বাধে পাশের বাড়ির মনিরুল ইসলাম এবং তার ছেলে সরিফ ইসলাম এর সাথে।
বাঁশ ঝাড় যে জায়গায় আছে সেই জায়গা নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। এ নিয়ে গ্রামে বিচার-সালিশও বসে।বচসার জেরে মনিরুল এবং তার ছেলে শরীফ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রথমে শফিকুল এবং পরে রফিকুলকে এমনটাই অভিযোগ করেন রফিকুলের স্ত্রী শাবানা নুরী। এমনকি তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের আড়াই ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়। সেখানে তারা এখন চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে ঐ পরিবার।
এনিয়ে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলামের স্ত্রী শাবানা নুরী।অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ।