ঘাসফুলের শক্ত গড়ে ভাঙন ধরানোর লক্ষ্য আপের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দিল্লি ও পাঞ্জাব ভোটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আম আদমি পার্টি। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পাঞ্জাব।পাঞ্জাব রাজ্যের ভোটে ব্যাপকভাবে জয়লাভ করেছে আম আদমি পার্টি।

আপের লক্ষ্য এবার বাংলা। বাংলা জয়ের আশায় ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে নিজেদের সংগঠন গড়ে তুলতে মরিয়া আপ।

আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূল, বিজেপি সিপিএম এর মতন এবার লড়াইয়ে দেখা যাবে কেজরিওয়ালের দলকে। ইতিমধ্যে বিভিন্ন জেলাগুলিতে সদস্যপদ গ্রহণ করার কাজ চলছে। এবার কেজরিওয়ালের দলের নজর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলা।

রবিবার বারুইপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ইনচার্জ সুশান্ত ভট্টাচার্য। তিনি জানান, ১১ বছর ধরে রাজ্যে একটি সরকার চলছে। সরকারি চাকরি প্রায় নেই বললেই চলে, সরকারি চাকরির নাম করে একাধিক দুর্নীতি হচ্ছে। দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলেরই অধিকাংশ নেতার।

এবার পরিবর্তনের পরিবর্তন চায় পঞ্চায়েত থেকেই আমাদের যাত্রা শুরু হোক। ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমাদের পাশে পেয়েছি। সিপিএম গত ৩৪ বছর বাংলাকে শাসনের নামে শোষণ করেছে। আমরা সিপিএমের হাত থেকে পরিত্রাণ পেতে তৃণমূল দলকে ভোট দিয়েছি। এবার পরিবর্তনের পরিবর্তন চাই।

দিল্লির মতনই আমাদের রাজ্যেও কর্মসংস্থান হবে। দুর্নীতি মুক্ত বাংলা চাই। আম আদমি পার্টিকে কার্যত গুরুত্ব দিতে নারাজ শাসক ও বিরোধী শিবির। আগামী পঞ্চায়েত ভোটে মানুষের হৃদয় কতটা জায়গা করে নিতে পারে দিল্লির এই দল সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =