নিজস্ব সংবাদদাতা :: দার্জিলিং :: সংবাদ প্রবাহ :: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার বার্মা কাঠ উদ্ধার করল দার্জিলিং জেলার ঘোষপুকুর বনদপ্তর । সোমবার ভোররাতে ঘোষপুকুর বনদপ্তর এর রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া এর নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি মহকুমার কেষ্টপুর এলাকা থেকে দুটি ট্রাক এবং খড়িবাড়ি বিহার সীমান্ত এলাকা থেকে ১২ চাকার একটি ট্রাক আটক করে বনকর্মীরা ।উদ্ধার হওয়া বার্মা কাঠ গুলোর কোন বৈধ কাগজ ছিল না । যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা । কাঠ গুলি অরুণাচল প্রদেশের থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায় । তাদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।এত টাকার কাঠ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।