নিজস্ব সংবাদদাতা :: বীরভূম :: সংবাদ প্রবাহ :: এক দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। তাঁর কাছে থেকে উদ্ধার হয়েছে পাঁচটি মাসকেট, তিনটি ওয়ান শার্টার, একটি টু-শার্টার ও ১০টি কার্তুজ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ জুন দুবরাজপুর থানার বোধগ্রামের বাসিন্দা শেখ মুজিবর নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। তাঁর কাছে থেকে প্রথমে ১৪ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে। পরে তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সিউড়ীতে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, বিগত পাঁচমাস ধরে নজর রাখা হচ্ছিলো শেখ মুজিবরের ওপর। দুবরাজপুর থানার পুলিশ তিনটি টিম তৈরি করে তাঁকে গ্রেপ্তার করে। তারপরই এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ঝাড়খন্ড ও বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হতো বলে প্রাথমিক অনুমান পুলিশের।