সুব্রত বাউরী :: জামুড়িয়া :: পশ্চিম বর্ধমান :: সংবাদ প্রবাহ :: তপসী রেল গেটের কাছে নির্মাণাধীন ওভারব্রিজে কর্মরত এক শ্রমিক মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল। মৃত শ্রমিকের নাম পাপ্পু বাগদি, সে বীরভূম জেলার খয়রা সোল থানার বাসিন্দা। তপসীতে তৈরি হওয়া ওভারব্রিজে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঐশ্রমিকের। তাকে দ্রুত বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।এরপর মৃতের আত্মীয়দের সাথে যোগাযোগ করা হয় এবং তাদেরকে ঘটনাটি জানানো হয়। মৃত পাপ্পু বাগদি JBT কোম্পানিতে কাজ করতেন। হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে মারা যান।তিনি বলেন, কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে মৃত ব্যক্তির শেষকৃত্যের জন্য কিছু আর্থিক সাহায্য চাওয়া হয়েছে, পরে কোম্পানির আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে।রাজু মুখার্জি জানান যে, এটি একটি দুর্ঘটনা, তপসী তৃনমূল কংগ্রেস মৃতদের স্বজনদের সঙ্গে আছে এবং মৃতদের পরিবারকে সম্ভাব্য সবরকম সাহায্য করা হবে।