সুব্রত বাউরী :: জামুড়িয়া :: সংবাদ প্রবাহ :: অন্যায় ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদেরকে ফেল করানো হয়েছে। তাই পাস করার দাবিতে ৬০ নং জাতীয় সড়ক সিয়াড়সোল রাজবাড়ী মোড় এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পরীক্ষার্থী ও অভিবাবকরা।
দফায় দফায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ছাত্রীরা।অবশেষে মহিলা পুলিশ জোর করে হটিয়ে দেয় বিক্ষোভকারী ছাত্রীদের।বিক্ষোভরত ছাত্রীদের দাবি, এবার উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা সঠিকভাবে ফলাফল হাতে না পাওয়ায় ব্যাপক দূর্ভোগে পড়তে হয়েছে ছাত্র-ছাত্রীদের। শনিবার এ বিষয়ের প্রেক্ষিতে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরদিনই রানীগঞ্জের সিয়ারসোল গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 103 জন পরীক্ষার্থীর পরীক্ষা দিলেও তাদের মধ্যে মাত্র 15 জন পরীক্ষার্থীর পাশ করেছে। 88 জন পাশ করতে পারেনি।। সেই ঘটনার পরপরই শনিবার এই বিষয়কে সামনে রেখেই সম্পূর্ণ ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ছাত্রীরা স্কুল গেটে বিক্ষোভ শামিল হয়েছিলেন। তাদের দাবি স্বচ্ছভাবে ফল প্রকাশ কেন হল না তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। স্কুলের ছাত্রীদের দুর্ভোগের বিষয়টিকে তারা কোনো গুরুত্ব দিতে চাইনা বলেই দাবি করেছেন তারা। এদিন পুলিশ প্রশাসনের সামনে উচ্চমাধ্যমিকের ছাত্রীরা দাবি করেন তাদের একটা বড় অংশ ছাত্রীদের রেজাল্ট সম্পূর্ণ নায়। তাদের কাছে পিডিএফ ফাইলে রবিবারে একটি রেজাল্ট পাঠানো হয়েছে । সোমবার প্রথম দফায় স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় ছাত্রীরা এরপর রানীগঞ্জের বেশ কয়েকটি স্কুলের ছাত্রীরা সিয়ারসোল রাজবাড়ী মোড় এলাকায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা এদিন দাবি করে অন্যায় ভাবে ছাত্রীদের ফেল করানো হয়েছে অবিলম্বে সমস্ত বিষয় খতিয়ে দেখে ছাত্রীদের পাস করানো হোক এই দাবি তুলে তারা জাতীয় সড়ক অবরোধ করে। আধ ঘন্টারও বেশি সময় ধরে এই পথ অবরোধ এখনো চলছে।ছাত্রীদের উস্কানি দেয়ার অভিযোগে একজন অভিভাবক কে আটক করেছে পুলিশ।