নিজস্ব সংবাদদাতা :: ভুটান :: সংবাদ প্রবাহ :: দক্ষিণবঙ্গের বর্ষা সেভাবে প্রবেশ করেনি, উত্তরে কিন্তু বিপরীত চিত্র। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লাগাতার দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে। লাগাতার বৃষ্টিপাতের কারণে সিকিমের একাধিক জায়গায় ল্যান্ড স্লাইড হয়েছে।আটকা পড়ে আছেন অনেক পর্যটক। এবার সীমান্ত ছড়িয়ে প্রতিবেশী দেশ ভুটানে ধ্বস নামার সংবাদ পাওয়া গেছে। ভুটানের রাজধানী থিম্পুর সঙ্গে সংযোগকারী রাস্তায় ধ্বস নেমেছে। সে কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ভুটান সড়ক মন্ত্রক কে জানানো হয়েছে ভুটানি আর্চি ব্রিজের এর কাছে রাস্তায় ধ্বস নেমেছে , সে কারণে রাস্তার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রয়েছে।