আদিবাসী সমাজে সংবিধান ও আইন লাগু, রাজতন্ত্র নয় জনতন্ত্র লাগু সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান।

নিজস্ব সংবাদদাতা :: বাঁকুড়া :: সংবাদ প্রবাহ :: 

আদিবাসী সমাজে সংবিধান ও আইন লাগু, রাজতন্ত্র নয় জনতন্ত্র লাগু সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। বুধবার ঐ সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরের সামনে ধর্ণা প্রদর্শণ ও দাবিপত্র পেশ করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযান, বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর দেশে সংবিধান লাগু করা হয়। কিন্তু স্বাধীনতা লাভ ও দেশে সংবিধান লাগুর এতো বছর পরেও ‘অধিকাংশ আদিবাসী গ্রাম্য সমাজে জনতন্ত্র, সংবিধান কানুন, মানবাধিকার লাগু হয়নি। ফলে আদিবাসী গ্রাম্য সমাজে নেশাপান, অন্ধবিশ্বাস, ডাইনী প্রথা, সামাজিক বয়কট, বংশ পরম্পরা শাসন ব্যবস্থা, মহিলা বিরোধী মানসিকতা অব্যাহত। অবিলম্বে প্রশাসনিকভাবে এই সব কুপ্রথা বন্ধ করে আদিবাসী সমাজে সংবিধান ও আইন ওজনতন্ত্র লাগুর দাবিতে তারা ধারাবাহিক আন্দোলন করছেন বলে জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =