অসুস্থ ছেলেকে সুস্থ করতে গিয়ে অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার এক ব্যক্তি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: অসুস্থ ছেলের জন্য জয়নগর থানার অন্তর্গত বহরুতে তাবিজ নিতে এসে প্রতারিত বউবাজারের এক ব্যবসায়ী। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে জোড়াপুলের কাছে একটি অন্ধকার জায়গা থেকে তাকে উদ্ধার করল জয়নগর থানার পুলিশ।বউবাজার থানার বাসিন্দা পেশায় ব্যবসায়ী পরমেশ্বর সাহা তার ব্যবসার কাজের জন্য তালতলা থানার অন্তর্গত একটি গোডাউনে যাচ্ছি বলে বাড়ি থেকে শুক্রবার সকালে বের হন। এরপর তিনি আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন দুশ্চিন্তায় পড়েন এবং প্রথমে বউবাজার থানা ও পরে তালতলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।

পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে বউবাজার থানা ও তালতলা থানা পরমেশ্বরের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারেন যে জয়নগর থানার অন্তর্গত বহরু এলাকাতে পরমেশ্বর আছেন। কিন্তু কোনোভাবেই তার মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করতে পারছে না বাড়ির লোক এবং পুলিশ।বউ বাজার থানা এবং তালতলা থানা যৌথভাবে ঘটনার কথা জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি কে জানালে, জয়নগর থানার এস আই দিগন্ত মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জয়নগর থানার অন্তর্গত জোড়াপুলের কাছে একটি অন্ধকার জায়গা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে পরমেশ্বর সাহা তার অসুস্থ ছেলের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক মহিলার সাথে আলাপ হয়, ওই মহিলা পরমেশ্বর বাবুকে এক মৌলবির তাবিজের কথা বলেন, যে তাবিজ পরলে ওনার ছেলে সুস্থ হবে বলে জানান।পরমেশ্বর বাবু ওই মহিলার কথার গুরুত্ব দিয়ে পরিবারের লোকজনকে না জানিয়ে শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ব্যবসার কাজকর্ম সেরে মহিলার কথা অনুযায়ী লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে সোজা বহরু স্টেশনে চলে আসেন। সেই সময় দিনের আলো কমে ক্রমশ অন্ধকার নামতে শুরু করেছে।

পরমেশ্বর বাবুকে ওই মহিলা অন্ধকার একটি বাগানের কাছে নিয়ে গিয়ে বসতে বলেন। এরপর চার ব্যক্তি এসে পরমেশ্বর বাবুর কাছে তাবিজের জন্য ৫ হাজার টাকা চান । পরমেশ্বর বাবুর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে তারা তাবিজ আনতে যাচ্ছি বলে উধাও হয়ে যায়।অচেনা জায়গায় অন্ধকারের মধ্য দিয়ে কোন রকমে সড়ক পথের দিকে আসার চেষ্টা করেন পরমেশ্বর বাবু।

অনেক খোঁজাখুঁজির পর জয়নগর থানার জোড়াপুলের কাছে অন্ধকার একটি জায়গা থেকে পরমেশ্বর সাহাকে উদ্ধার করে জয়নগর থানার পুলিশ। খবর পেয়ে রাতেই পরমেশ্বর এর পরিবারের লোকজনকে নিয়ে তালতলা ও বউবাজার থানার পুলিশ হাজির হয় জয়নগর থানায়।

জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জী তালতলা ও বউবাজার থানার পুলিশ এবং পরমেশ্বরের পরিবারের লোকজনকে সমস্ত কথা জানিয়ে তাদের হাতে পরমেশ্বর সাহাকে তুলে দেন। রাতেই পরমেশ্বর সাহাকে নিয়ে কলকাতার উদ্দেশে পাড়ি দেয় তার পরিবার এবং তালতলা থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =