নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শনিবার শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বানারহাট ও কেরন স্টেশনের মাঝে ডায়না সেতুতে আটকা পড়ে যায়। কারণ কেউ ব্রেক দেওয়ার ফলে আটকা পড়ে ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে কোন কোচ থেকে ব্রেক দিলে ভাল্বের মুখ খুলে যায় তখনই আটকা পড়ে ট্রেন।
সেতুর এমন জায়গায় কোচের অবস্থান ছিল , যেখান থেকে ব্রেক দেওয়া হয়েছিল, সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছিল না ট্রেনের সহকারি চালক ও প্রধান চালকের। এদিকে ভাল্বের মুখ না আটকালে কিছুতেই চালু করা সম্ভব নয়। রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন ট্রেনের প্রধান চলক এবং সহকারি চালক।
এরকম পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দেখিয়ে নির্দিষ্ট কোচের অবস্থানে গিয়ে মেরামতি করেন সহকারি চালক। পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় বলে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেনের তলা দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছান। মেরামতি করতে পঁচিশ মিনিট সময় লাগে |
এরপরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস।হাঁফছেড়ে বাঁচেন ট্রেনের যাত্রীরা। সহকারি চালকের সাহসিকতার প্রশংসা করেছে রেল প্রসাশন ।