নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চুঁচুড়া থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে প্রকাশ্যেই বেআইনি পাখি বিক্রির কারবার চলছে। দেদার বিকোচ্ছে টিয়া পাখি। প্রতি সপ্তাহে দু’দিন বৃহস্পতি ও রবিবার রমরমিয়ে খাঁচা বন্দি টিয়া পাখি সহ বিভিন্ন ধরনের পাখি বিকোচ্ছে চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে।সপ্তাহের প্রতিদিন এই বাজার বসলেও প্রতি বৃহস্পতি ও বরিবার এখানে পশু-পাখির হাট বসে। সেই হাটেই দেদার বিকোয় খাঁচা বন্দি টিয়া পাখি। রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যাবসায়ীরা এখানে টিয়া-ময়না সহ বিভিন্ন পাখি এনে বিক্রী করে বলে অভিযোগ। অভিযোগ যে সত্যি, তারই পর্দা ফাঁস হল রবিবার।বর্ধমান থেকে আসা মহম্মদ মুন্না, চন্দননগরের উর্দিবাজার থেকে আসা চিন্টু ঠাকুর এদিন খাঁচা বন্দি টিয়া পাখির কারবারের কথা স্বীকারও করলেন।
এবিষয়ে পশু-পাখি ও পরিবেশ প্রেমী ব্যান্ডেলের চন্দন ক্লেমেন্ট সিং বলেন আইন হয় কিন্তু সেই আইন কার্যকর হয়না। শুধুমাত্র এ জন্যই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।