সুব্রত বাউরী :: জামুড়িয়া :: সংবাদ প্রবাহ :: মোবাইল না দেওয়ায় একদশ শ্রেণীর ছাত্রী পিয়াসা সাহা আত্মঘাতী হলেন । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া এক নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে । পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যায় গত কাল পিয়াসা মোবাইলের নেওয়ার জন্য আবদার করেন এবং এর আগেও অনেকবার আবদার করেছিল পরে পরিবারের লোক অর্থাৎ ছাত্রির মামা এবং দিদা তাকে জানায় টুয়েলভ পাশ করলেই মোবাইল পাওয়া যাবে তার আগে নয় । এও জানান ছাত্রিটি মামার বাড়িতেই থাকতো এবং ওখান থেকেই পড়াশুনা করতো । এরপর ওই ছাত্রী গত কালকে সাড়ে বারোটা নাগাদ টিউশনি পড়ে এসে বাড়িতে নিজের রুমে ওড়না দিয়ে আত্মঘাতী হয় ।পুরো পরিবারের মুখে শোকের ছায়া দেখা গেল । আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জামুড়িয়া শিল্পতালুকের একই ঘটনা ঘটল । জামুড়িয়ার ইকরা এলাকার বাসিন্দা বছর ২৬ এর কাঞ্চন মুণ্ডা গত কালকে বাড়িতে পারিবারিক ঝামেলাতে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ির লোক রাত পর্যন্ত খুঁজেও তার কোন হদিস পায়নি । এরপরে বাড়ির পেছনে জঙ্গলে তার ঝুলন্ত দেহ দেখে জামুড়িয়া থানায় খবর দিলে জামুড়িয়া থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় ।