কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সী। পাশাপশি ওই পরিবারকে সরকারি ভাবে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মিজানুর রহমান (২৭)।
তার বাড়ি রতুয়া দু’নম্বর ব্লকের শ্রীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরিয়া গ্রামে। পেশায় তিনি গাড়িচালক। গাড়ি চালকের পেশার কাজ সেরে সামসি থেকে মাগুরা যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে রওনা দিয়েছিলেন। সেই সময় একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইক চালক এর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।এরপরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়।
এদিন ঘটনার খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ান মালতিপুর বিধানসভার বিধায়ক ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সহানুভূতির পাশাপাশি সরকারিভাবে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।