সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: নেশাগ্রস্ত অবস্থায় রুগী দেখছিলেন ডাক্তারবাবু। সেই সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন রুগী ও তার আত্মীয়দের। এই ঘটনায় ডেকে আনল বিপদ। নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। নাম অশোক মন্ডল।তার বিরুদ্ধে অভিযোগ আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিত কুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে চিকিৎসা করে করছিলেন তিনি। প্রায় আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন । কোভিডের সময় এলাকার বাসিন্দাদেরও চিকিৎসা করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে।
এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে লাইফ ক্লিনিক নামেও একটি সেন্টার খুলেছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। চিকিৎসা করার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিতেন অভিযুক্ত। অভিযুক্তকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নরেন্দ্রপুর থানার পুলিশ।