সুব্রত বাউরী :: রানীগঞ্জ :: পশ্চিম বর্ধমান :: অন্ডাল :: সংবাদ প্রবাহ :: সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটি মঙ্গলবার বিকেলে রানীগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে মিছিল শুরু হয়ে সি আর রোড বড়বাজার পরিক্রমা করে নেতাজি মূর্তি সামনে শেষ হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তব্য , রাখতে গিয়ে বলেন সারা দেশজুড়ে ধর্মের নামে যেভাবে বিভেদ সৃষ্টি করছে তার বিরুদ্ধে লাল ঝান্ডা লড়াই করছে। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন , সারা দেশজুড়ে ধর্ম-বর্ণের নামে মানুষকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি সরকার। পশ্চিমবাংলাতে বিজেপি সহযোগী হিসেবে তৃণমূল সরকার সম্প্রতি কে নষ্টের পরিবেশ তৈরি করছে। আজ একুশে জুন বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন বামফ্রন্ট সরকারের সময়ে পশ্চিমবাংলায় কোন দাঙ্গা ও সাম্প্রদায়িক হানাহানি ঘটনা ঘটেনি। কেননা পশ্চিমবাংলা তৎকালীন বামপন্থী সরকার সাম্প্রদায়িক দাঙ্গায় মদদ করেনি বলে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন দেশের ১৩০কোটি মানুষের নিরাপত্তা যারা রক্ষা করছেন তাদের এই চাকরীর কোনো নিরাপত্তা নেই ।