ডাকঘরের টাকা তছরূপের অভিযোগে ৫বছর সশ্রম কারাদন্ড প্রাক্তন পোষ্ট মাষ্টারের ।

নিজস্ব সংবাদদাতা :: হুগলি :: চঁচুড়া :: সংবাদ প্রবাহ :: ডাকঘরের টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন এক পোষ্ট মাষ্টারের ৫বছরের সাজা শোনাল চুঁচুড়া আদালত। আইনজীবি সূত্রে খবর ২০১৬সালে চুঁচুড়া থানার রায়বাজার পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার কমল হালদারের বিরুদ্ধে চুঁচুড়া থানায় মোট ৬লক্ষ ৪৩হাজার টাকা তছরূপের অভিযোগ দায়ের করেন তৎকালীন মুখ্য ডাকঘরের অ্যাসিস্ট্যান্ড সুপারিনটেন্ডেন্ট। অভিযোগ মোতাবেক রায়বাজার পোষ্ট অফিস থেকে কমলবাবু মোট ৬লক্ষ ৪৩হাজার টাকা তছরূপ করেন। ২০১৫সালে অবসরের সময় হলেও ২০১৬সালে কমলবাবু অস্থায়ী হিসাবে ওই পোষ্ট অফিসে কর্মরত ছিলেন। সেই মামলাতেই চুঁচুড়া আদালতের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ  কোর্টের  সুরজিৎ মজুমদার।কমল হালদারকে গতকাল দোষী সাব্যস্ত করেন। এই মামলায় সরকার পক্ষের আইনজীবি রনেশ চন্দ্র ধর বলেন মঙ্গলবার বিচারক কমল হালদারকে এই মামলায় ৫বছরের সশ্রম কারান্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাস কারাদন্ডের নির্দেশ দিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =