পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব।

কুমার মাধব :: মালদা :: সংবাদ প্রবাহ :: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২৩,২৪ এবং ২৫ শে জুন তিনদিন অনুষ্ঠিত হবে আম উৎসব। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিবেন। বরাবরই মালদা জেলা আমের জন্য সুবিখ্যাত।দেশ ছড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদার, ল্যাংড়া , লক্ষণভোগ, ফজলি সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদার পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন মানুষজন। এতে করে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। আমের বাজারজাত আরো বেশি করে হবে জানালেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা।তিনি আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে তিন দিনব্যাপী এই আম উৎসব। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + fifteen =