শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী

সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বৃহস্পতিবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী, সম্পাদক পিয়াল অধিকারী, সভাপতি অসীম পন্ডিত, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা।

করোনার আবহে গত দু’বছর গড়ায়নি মাহেশের রথের চাকা। এই বছর করোনা কাল এবং পরিস্থিতি স্থিতিশীল হলে ঘুরতে চলেছে মাহেশের রথের চাকা। কতটা নিরাপত্তা রাখবে এবং কী কী ব্যবস্থা থাকবে এই রথযাত্রা উৎসবের পরিস্থিতি নিয়েই একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয় ।

যেখানে বারবার ভক্তদের নিরাপত্তার কথা উঠে এসেছে। কয়েকদিন আগেই পানিহাটি মেলায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার সাথে আগত দর্শনার্থীদের যে পরিস্থিতি হয় সেই বিষয়টিকে মাথায় রেখে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এবার ৬২৬ বছরে পড়বে মাহেশের রথযাত্রা।

গত দু’বছর রথযাত্রার বন্ধ থাকায় এই বছরে ভক্তের আগমন সবচাইতে বেশি হবে বলে দাবি করা হচ্ছে এবং শ্রীরামপুর পৌরসভা সমস্ত রকম সুযোগ-সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা দেবে বলে দাবি করা হয়। ইতিমধ্যেই রথের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং স্নান পীরের মাঠে মেলা বসার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =