সুব্রত বাউরী :: পাণ্ডবেশ্বর :: পশ্চিম বর্ধমান :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বরের সোনাবাঁধি এলাকায় পণ্য পরিবহনের সুবিধার্থে নতুন প্রকল্পের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আসানসোল রেল ডিভিশনের ADRM মুকেশ কুমার মিনা ।মূলত পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা এলাকায় কয়লা পরিবহনের সাইডিং থাকলেও , বালি, আকরিক লোহা, সহ অন্যান্য সামগ্রী পরিবহনের কোনো সাইডিং ছিল না। তাই পণ্য পরিবহনের এই সাইডিং হওয়াই স্বভাবতই খুশি এলাকাবাসী।এলাকাবাসীর মতে এলাকার অনেকটা আর্থসামাজিক উন্নতিতে সাহায্য করবে এই প্রকল্পটি ।এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ADRM মুকেশ কুমার মীনা,সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শান্তনু চক্রবর্তী, পাণ্ডবেশ্বরে ব্লক সভাপতি কিরীটী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট বর্গ ।এই প্রকল্প প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিধায়ক বলেন, এই প্রকল্পটি পাণ্ডবেশ্বরের সমগ্র আর্থসামাজিক উন্নতিতে সাহায্য করবে।এলাকায় কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় ছেলেরা কাজে নিযুক্ত হতে পারবে ।তারা দিন প্রতিদিন মডেল পাণ্ডবেশ্বরের লক্ষ্যে একধাপ করে এগিয়ে যাচ্ছে ।রেলের এই প্রকল্পের মাধ্যমে তারা রেলের বিভিন্ন CSR প্রকল্পের মাধ্যমে এলাকায় আরও উন্নতি ঘটাতে পারবে।অন্যদিকে আসানসোল ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার শান্তনু চক্রবর্তী বলেন,মূলত এই এলাকায় কোনো পণ্য পরিবহনের সাইডিং ছিল না ,এই এলাকা থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে যুক্ত হবে ।