নিজস্ব সংবাদদাতা :: মুর্শিদাবাদ :: বহরমপুর :: গোরাবাজার :: সংবাদ প্রবাহ :: ভালোবাসার বাঁধনে পড়লে প্রেমিক কী না করে ? একেবারে সাত সমুদ্র তের নদী পার । সেই কথাকেই যেন সত্যি করে দেখালো এই যুবক। প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য একেবারে বোরখা পরে এসে সোজা ঢুকে পড়ল মেয়েদের হোস্টেলে !
ঘটনা টি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর গোরাবাজার এলাকায় মেয়েদের হোস্টেলে এসে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে দিতে হলো ধরা । ধরা পড়ে অবশ্য জুটল ঘাড়ধাক্কা, লাঠি পেটা । কান ধরে অপরাধ স্বীকারও করল বোরখা পরা সেই প্রেমিক রোমিও। স্থানীয় সূত্রে অভিযোগ শুক্রবার বহরমপুরের গোরাবাজার এলাকায় মেয়েদের একটি হোস্টেলে বোরখা পরে ঢুকেছিল হলদিয়ার বাসিন্দা ওই তরুণ । দাবি, আবাসিক এক ছাত্রীর সঙ্গে দেখা করতেই গিয়েছিল সে।কিন্তু বোরখার সাথে ছেলেদের জুতো থেকে বাড়ে সন্দেহ। বিষয়টি জানাজানি হতেই যুবককে ধরে রেখে বহরমপুর থানায় খবর দেন ওই মেসের মালিক। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে আটক করে নিয়ে যায় বহরমপুর থানায়। আটক করা হয় মেসের আবাসিক এক ছাত্রীকেও।