সুব্রত বাউরী :: রানিগঞ্জ :: আসানসোল :: পশ্চিম বর্ধমান :: সংবাদ প্রবাহ :: দেশের নিরাপত্তার স্বার্থে ঘোষিত অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে আওয়াজ তুলেছে সর্বভারতীয় কৃষক সভা রানিগঞ্জ থানা কমিটি। শুক্রবার রানিগঞ্জ ব্লক অফিসে বিডিওর মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে প্রতিবাদপত্র দিয়ে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি জানান।
কদমডাঙা থেকে কৃষক ও কৃষি শ্রমিকদের মিছিল ব্লক অফিসের সামনে অবস্থান নেয়। নেতারা মোদী সরকারকে সতর্ক করে দিয়েছিলেন যে অগ্নিপথ প্রকল্প বাতিল করা উচিত এবং দেশে স্থায়ী সেনা মোতায়েন করা উচিত। বিক্ষোভকারী নেতারা বলেন, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের মোদী সরকার দলীয় কার্যালয়ের জন্য পাহারা দিতে চায়। নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জীর মধ্যে কোনো পার্থক্য নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অস্থায়ী পুলিশ কর্মী নিয়োগ করেছিলেন। সিপিভিএফ মোতায়েন করে স্থায়ী পুলিশ কর্মী, যাদের কাজের নিরাপত্তা নেই, নির্দিষ্ট বেতন নেই, পিএফ নেই, তাদের শুধু রাস্তা ধুলো দিয়ে চিরতরে মরার জন্য রেখে দেওয়া হয়েছে, একইভাবে কেন্দ্রের মোদী সরকারও অস্থায়ীভাবে পুনরুদ্ধার করতে চায়।