মায়াপুরে ব্যবসায়ী খুনে ২ জনকে গ্রেফতার করলো সিআইডি।

নিজস্ব সংবাদদাতা :: নদীয়া :: মায়াপুর :: সংবাদ প্রবাহ :: মায়াপুরে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল সিআইডি। সিআইডি সূত্রে জানতে পারা যায়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম সমীর হালদার ও লাল্টু ঘোষ। তাদের বাড়ি যথাক্রমে ধুবুলিয়া থানার বেলপুকুর এবং নবদ্বীপ থানার মায়াপুর শ্রীনাথপুরে। দু’জনকেই বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। শুক্রবার দুপুরে নবদ্বীপ আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১৪ দিনের নিজেদের হেফাজতের আবেদন জানালে, বিচারক তা মঞ্জুর করে।

ব্যবসায়ী খুনের ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৫ মাস আগে। পয়লা ফেব্রুয়ারি ২০২১ সালে ভর সন্ধ্যায় নিজের দপ্তরে আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপন দাস ওরফে রসিক শেখর দাসের। মায়াপুর গৌরনগরের বাসিন্দা পেশায় ঘি ব্যবসায়ী রিপন দাস (৩২) ওরফে রসিক শেখর দাসকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি।

ওই দিন সন্ধ্যার দিকে গৌরনগর আবাসনের নিচে নিজের অফিসঘরে ব্যবসায়িক কাজ করছিলেন খুন হয়ে যাওয়া যুবক। সেই সময়ে শাটার বন্ধ করে দুই ব্যবসায়ীকে আততায়ীরা গুলি করে পালিয়ে যায়। বিষয়টি পরের দিন ২ফেব্রুয়ারি সকালে জানাজানি হতেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, ওই যুবকের আদি বাড়ি কৃষ্ণনগর শক্তিনগর এলাকায়। সে একজন ইসকন মন্দিরের ভক্ত ছিলেন।

খবর পেয়ে শক্তিনগর থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ওই যুবকের পরিবার। ঐদিন দুপুরে খুন হওয়া ব্যবসায়ী যুবকের বাবা নবদ্বীপ থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ী খুনের কোনরকম কিনারা করতে না পারায়, মামলাটি পুলিশের হাত থেকে সিআইডিকে দেওয়া হয়। তদন্তভার গ্রহণ করে সিআইডি মাত্র পাঁচ মাসের মধ্যে ঘি ব্যবসায়ী খুনের অনেকটাই কিনারা করতে পারল বলে স্থানীয়দের দাবি।

সিআইডি সূত্রে জানতে পারা যায়,হেফাজত পাওয়া অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের পেছনে আর কেউ যুক্ত আছে কিনা তা জানা যাবে। এ বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ বলেন, আমার ধারণা মায়াপুরে ঘি ব্যবসায়ী খুনের পেছনে আরও বড় মাথা রয়েছে। সিআইডির তদন্তে সেইসব নামগুলি যথাসময়ে সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =