কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: খোলা ভুটভুডিতে সফর চলাকালীন বাতাস লাগতেই ঘুম ঘুম ভাব লাগে।তারপরেই হঠাৎ ভুটভুডি থেকে সড়কে ছিটকে পড়লেন বৃদ্ধ দম্পতি।ঘটনায় গুরুতর জখম হন তারা।এমনকি জ্ঞান হারিয়ে ফেলেন।
শনিবার দুপুরে মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম প্রাণসাগরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার খবর শুনে ছুটে যায় চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে।জখমদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আপাতত সেখানেই চিকিৎসাধীন। প্রতক্ষ্যদর্শী খুরশেদ আলম,জাহাঙ্গীর আলমরা জানালেন,আশাপুর থেকে চাঁচলের দিকে যাত্রীবোঝাই করে যাচ্ছিল ভুটভুডিটি।চাঁচলের বিদ্যানন্দপুরের ওই বৃদ্ধ দম্পতি ছিটকে রাজ্য সড়কের উপর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।সম্ভবত ঘুমিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে।