নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: মাথার উপর ভেঙে পড়লো কাঠের সিলিং। আর ভাঙা কাঠ সোজা ঢুকে গেলো গলায়। এতেই ভয়ংকরভাবে কেটে গেলো গলার নলি। রক্তারক্তি কান্ড হয়ে প্রান গেলো এক ব্যাক্তির। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমোহনী এলাকার বাসিন্দা বছর ৫৭র খিরেন রায়। ঘরের সিলিং পরিষ্কার করবার জন্য সিলিংএ ওঠেন তার স্ত্রী। নিচে দাঁড়িয়ে ছিলেন খিরেন বাবু।
এরপর আচমকাই হুড়মুড়িয়ে তার মাথার উপর ভেঙে পড়ে সিলিং। সিলিং এর ভাঙা কাঠ ঢুকে যায় তার গলায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
রক্তাক্ত অবস্থায় খিরেন বাবুকে বাড়ির লোকেরা উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। মৃতের ভাই সুপদেব রায় বলেন,” ঘটনাটি যখন ঘটেছে তখন তিনি বাড়ি ছিলেন না |
বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে দৌড়ে গিয়ে দেখতে পান দাদার গলার নলি কেটে গেছে গল গল করে রক্ত বেরোচ্ছে এবং সিলিং ভেঙে খিরেন বাবুর গায়ের ওপর পড়ে আছে।
এর পর তিনি জানতে পারেন তার বৌদি উঠেছিল সিলিংএ। নিচে ছিল দাদা। আচমকাই সিলিং দাদার মাথার উপর ভেঙে পড়ে। এরপর গুরুতর আশঙ্কাজনক অবস্থায় খিরেন বাবুকে হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এই খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে গোটা পরিবারে।