দিঘা সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল পর্যটক ! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: সৈকত নগরীর দিঘায় আবারও সমুদ্র স্নানে নেমে বিপত্তি। পরিবারের সদস্যদের সঙ্গে স্নানে নেমেই তলিয়ে গেল তলিয়ে গেল এক পর্যটক। পুলিশ ও নুলিয়াদের সহযোগিতায় কিছু পরে ওই পর্যটকের দেহ উদ্ধার করে পুলিশ। পর্যটকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে মৃত রতন সামন্ত (৪৭)। তার বাড়ী উওর চব্বিশ পরগনার জেলার দওপুকুর এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে । পর্যটকে সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনা একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে! যদি উত্তাল সমুদ্র ছিল তাহলে কেন পুলিশ সমুদ্র স্নানে বাধা দিল না ? একের পর এক সমুদ্র স্থানে নেমে পর্যটকের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে !

সূএের খবর, শনিবার সকালে উওর চব্বিশ পরগনার জেলার দওপুকুর এলাকায় ৫৪ জনের পর্যটকের দল দিঘায় বেড়াতে আসেন। একটি বাসে করে সপরিবারে বেড়াতে আসেন তারা। এরপর তারা দিঘায় একটি হোটেলে ওঠেন।

রবিবার তাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের সমুদ্র স্নানে নামেন। আচমকা সপরিবারে স্নান করার সময় তলিয়ে যায় রতন সামন্ত নামে এক পর্যটক।

পরিবারের সদস্য থেকে অন্যন্যদের চিৎকার করে ঘটনাস্থলে ছুটে আসে দিঘা মোহনা থানার পুলিশ থেকে কর্তব্যরত নুলিয়ারা। নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর নিখোঁজ পর্যটকের দেহ ভেসে উঠে। দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃত পর্যটককের দাদা সৌমিক সামন্ত বলেন ” সমুদ্র স্নান করার সময় তলিয়ে যায়। শনিবার বাসে ৫৪ জন বেড়াতে এসেছিলাম। এরকম ঘটনা ঘটবে তা ভাবতে পারিনি “।

দিঘা মোহনা থানার এক পুলিশ আধিকারিক বলেন “মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =