নিজস্ব সংবাদদাতা :: রাজগঞ্জ :: সংবাদ প্রবাহ :: ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ললিতাবাড়ি এলাকায় ।ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে এদিন বিশ্ব রায় নামে ঐ যুবক দেখতে পান তিস্তা ক্যানেল এর জলের মধ্যে ভেসে যাচ্ছে এক হরিণ।
এরপর তিনি দ্রুত জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওই হরিণটিকে উদ্ধার করেন। স্থানীয় কয়েকজন যুবক এর সহায়তায় তিনি হরিণটিকে বাড়ি নিয়ে যান। এরপর বেলাকোবা বনদপ্তর কে ঘটনার খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বেলাকোবা বনদপ্তরের আধিকারিকরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।বনদপ্তর আধিকারিকরা জানিয়েছেন হরিণটি বারকিং ডিয়ার , হরিণটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে । বনদপ্তর এর অধিকারিকরা যুবকের প্রশংসা করেছেন ।