নিজস্ব সংবাদদাতা :: ধূপগুড়ি :: সংবাদ প্রবাহ :: স্রোতে বাচ্চা হাতিটি ভেসে যাচ্ছিল জলে। শিশুকে বাঁচাতে মা হাতি সহ বাকি হাতির দলও জলে নেমে পড়ে। এরপর মা হাতি এবং অন্যান্য হাতিদের সহায়তায় হস্তিশাবকটিকে জল থেকে তোলা হয়। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও অনেকের চোখেই জল এনেছে। অপরদিকে বন্য প্রানী এবং মানুষের সংঘাত অব্যাহত ডুয়ার্সে।
একটি হাতি ধূপগুড়ির নীরাঞ্জন পাঠ এলাকায় হামলা চালাল, হাতিটি ভাঙল একটি বাড়ি। পাশাপাশি ধান নিয়ে চম্পট দেয় বুনো দাঁতালটি। জানা গেছে, শনিবার কাক ভোরে ধূপগুড়ির খট্টিমারী জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি হাতি এবং ধূপগুড়ি নীরাঞ্জন পাঠ এলাকায় যতিন্দ্রনাথ রায়ের বাড়ি ভেঙে দিয়ে ধানের ডুলি নিয়এ চম্পট দেয়। পরবর্তীতে বাড়ি থেকে কিছুটা দুর থেকে উদ্বার করা হয় তাকে।