কুমার মাধব :: মালদা :: সংবাদ প্রবাহ :: সোমবার মালদহের চাঁচল-১ নং ব্লকের তৃণমূল পরিচালিত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে চলে বিক্ষোভ অবস্থান।নেতৃত্ব দিয়েছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন,চাঁচল-১ নং ব্লক সিপিআইএম কমিটির সভাপতি হারুন অল রশিদ সহ বামদের নেতা কর্মীরা।সোমবার দুপুর থেকেই বিক্ষোভ অবস্থান চলে।প্রায় দুঘন্টা পর পঞ্চায়েত দপ্তরে গিয়ে ১৫ দফার দাবিপত্র তুলে দেন প্রধানের কাছে।তাদের দাবি,একশো দিনের কাজে সীমাহীন দুর্নীতি বন্ধ করতে হবে।অবিলম্বে শ্রমিকদের একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা পরিশোধ করতে হবে।এবং এলাকায় কাজ না থাকায় অনেকে ভিনরাজ্যে ছুটছেন।অবিলম্বে একশো দিনের কাজের সুবিধা জবকার্ড ধারীদের দেওয়া সহ ১৫ দফা দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানকে।এবিষয়ে পঞ্চায়েত প্রধান রেজাউল খান বলেন,কেন্দ্র সরকারের একশো দিনের প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র স্বয়ং নিজেই।এতে আমাদের কোনো হাত নেই।