রথ উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরে রথের আয়োজন প্রায় তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা :: শিলিগুড়ি :: সংবাদ প্রবাহ ::   আর মাত্র দুদিন মাঝে। শিলিগুড়ির ইসকন মন্দিরে রথের আয়োজন প্রায় তুঙ্গে। গোটা ইসকন মন্দিরকে সাজানো হয়েছে আলাদা করে।চারিদিকে আলো লাগিয়ে দেওয়া হয়েছে। গত দুবছর ধরে করোনা আবহে বন্ধ ছিল সবকিছুই।

মন্দিরে ঢোকা নিষেধ ছিল বাইরের লোকেদের জন্য।এবারে মন্দির খুলে দেওয়া হয়েছে জনসাধারনের জন্য।সবাই এবারে আসছে রথের আনন্দ উপভোগ করতে।নিয়ম থাকবে তবে তা একটু আলাদাভাবে করা হবে।

এইবারের রথকে ঘিরে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসকন মন্দিরের ভক্তদের মধ্যে।তাদের ভক্তদের এইবার আলাদাভাবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।শিলিগুড়ির ইসকনের মন্দির উত্তরবঙ্গের মধ্যে একটা জায়গা তৈরী করেছে।

সবার একটাই আশা এবারের শিলিগুড়ির রথ একটু অন্যভাবে হবে।এখন সবার একটাই আশা সফল হোক শিলিগুড়ির রথ।করোনা আবহে যা একটু হলেও পিছিয়ে গেছে।এবারে যেভাবেই হোক এই রথকে সফল করতে চান শিলিগুড়ির ইসকনের ভক্তরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =