মদ্যপ অবস্থায় চিকিৎসা করার অভিযোগ, গাফিলতিতে রোগী মৃত্যু, দাবি মৃতের পরিবারের।

নিজস্ব সংবাদদাতা :: কল্যাণী :: সংবাদ প্রবাহ :: মদ্যপ অবস্থায় চিকিৎসা করার অভিযোগ, গাফিলতিতে রোগী মৃত্যু, দাবি মৃতের পরিবারের।ঘটনাটি কল্যাণী জে এন এম হাসপাতাল ও মেডিকেল কলেজের।

যুবকের নাম নয়ন গোয়ালা (১৯)। জানা যায় গতকাল রাতে কল্যাণী 7 নম্বর ওয়ার্ডে মাঝেরচর যুবক নয়ন বাড়ির একুরিয়াম পরিষ্কার করতে গিয়ে তার গায়ে অ্যাকোরিয়াম পড়ে যায় , এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর অবস্থার অবনতি হচ্ছিল বলে অন্যত্র স্থানান্তরিত করার জন্য তৈরি হচ্ছিল কাগজপত্র।হঠাৎ করেই মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তিনি এসে বলে আমি সব করে দেবো। এরপর তার হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়‌। তারপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । এরপরে আজ ভোরে মৃত্যু হয় তার । যদিও ওই যুবকের মৃত্যুর পর ক্ষিপ্ত হয়ে ওঠে মৃতর পরিবার এবং আত্মীয়-স্বজন। তাদের দাবি মদ্যপ অবস্থায় ওই চিকিৎসকের এই কর্মকান্ডের ফল এই তাদের রোগীর মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ।এই ঘটনার পর হাসপাতালের তরফ থেকে পাঁচজনের একটি তদন্ত কমিটি করা হয়েছে। গাফিলতি প্রমাণ হলে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সুবিকাশ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =