নিজস্ব সংবাদদাতা :: কাঁথি :: সংবাদ প্রবাহ :: কাঁথি পুরসভার প্রশাসনিক ভবনের ভেতরে পুরপ্রধানের সামনে নির্বাচিত জনপ্রতিনিধি মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর মারে গুরুতর জখম হয়েছেন ১১ নং ওয়ার্ড়ে জয়ী নির্দল প্রার্থী তথা কাউন্সিলর সুময় দাস।পুরসভার প্রশাসনিক ভবনে ভেতরের জনপ্রতিনিধিকে মারধরের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে তার নিরাপওা নিয়ে। হারের গ্লানি ভুলতে না পেরে হোরো তৃণমূল প্রার্থী এই হামলা চালায় বলে অভিযোগ। কি করে তিনি পরাজিত হয়েও পুরসভা প্রশাসনীক ভবনে গিয়ে জনপ্রতিনিধি উপর হামলা চালায় আবারও পুরপ্রধান সামেনেই! শুধু তাই নয় নির্বাচিত জনপ্রতিনিধি সুময় দাসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার বেরা বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় কাঁথি পুরসভার ১১ নং ওয়ার্ড়ে কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা হয়ে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই অভিযোগ সত্যতা স্বীকার করেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। সূএের খবর, কাঁথি পুরসভা কার্যত প্রেস্টিজ ফাইট! সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি। কাঁথি পুরসভা ২১ টি ওয়ার্ড়ে মধ্যে তৃনমূল কংগ্রেস ১৭ টি জয়লাভ করেন। ৩ টি আসনে জয়লাভ করে বিজেপি। বাকী একটি আসলে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার বেরাকে হারিয়ে জয়লাভ করেন একমাত্র নির্দল প্রার্থী সুময় দাস।
এলাকার বাসিন্দাদের দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার বিকালে পুরসভার পুরপ্রধান সুবল মান্নার কাছে হাজির হন জনপ্রতিনিধি সুময় দাস। তার অভিযোগ, তাকেই অন্ধকারে রেখেই কাজকর্ম করছেন পুরপ্রধান। পুরপ্রধানে রুমে হাজির হয় পরাজিত তৃনমূল প্রার্থী তরুণ কুমার বেরা| সঙ্গে বেশ কয়েকজন দৃস্কৃতিদের নিয়ে যায় বলে অভিযোগ। এরপর পুরপ্রধান সুবল মান্নার সামনে কাউন্সিলর সুময় দাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
সন্ধ্যায় নির্দল প্রার্থী সুময় দাস সহ বেশ কয়েকজন এসে হামলা চালায় বলে অভিযোগ । বেশ কয়েক জন গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাঁথি পুরসভা ১১ নং জয়ী সুময় দাস বলেন ” এলাকার মানুষের দাবি-দাওয়া নিয়ে পুরপ্রধানের কাছে গিয়ে ছিলাম। তখনই পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থীর তরুণ বেরা সহ অনুগামীদের নিয়ে এসে আমার উপর পুরপ্রধানের সামনে মারধর করে। শুধু তাই নয় আমাকে প্রাণনাশের হুমকি দেয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি তাই সবকিছু দেখবো “।
তিনি আরও বলেন ” তরুণ কুমার বেরা ভোটের আগে টাকার বিনিময় বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিল। উনি দীর্ঘদিনের শুভেন্দু অধিকারী অনুগামী ছিল। অবিলম্বে পুলিশ প্রশাসনকে জানিয়েছি “। কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না বলেন ” মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে নেন।
অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে “। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন ” এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে “।