পাণ্ডবেশ্বরের শ্মশান ঘাটে বোমা বিস্ফোরণ নিয়ে শুরু রাজনৈতিক তরজা ।

নিজস্ব সংবাদদাতা :: পাণ্ডবেশ্বর :: সংবাদ প্রবাহ :: মঙ্গলবার দুর্গাপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে ঠিক সেই মুহূর্তেই পাণ্ডবেশ্বরে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এলো । মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট নাগাদ পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন একটি শ্মশানঘাটের পুরনো চারটি বাড়ি বোমা বিস্ফোরণের কারণে ধুলিস্যাৎ হয়ে যায় । এমনটাই অভিযোগ করছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বোমা বিস্ফোরণ কাণ্ডের পর একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা এই ঘটনার এন.আই.এ তদন্তের দাবি করেন । যদিও নির্জন স্থানে পরিত্যক্ত বাড়িতে ঘটনা ঘটায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি । তবে জিতেন্দ্র বাবুর অভিযোগ পাণ্ডবেশ্বর এলাকায় শ্মশানে যেভাবে বোমা বিস্ফোরণে পরপর চারটি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, তাতে কমপক্ষে ১০০টির বেশি বোমা মজুদ ছিল যেগুলি বিস্ফোরণ হয়েছে । তিনি এও অভিযোগ করেন এই ঘটনার পিছনের শাসকদলের মদত রয়েছে । জিতেন্দ্র বাবু সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করে বলেন পাণ্ডবেশ্বর এলাকায় শাসকদলের লোকেরা শুধু বোমা পিস্তল মজুদেই ব্যস্ত । তিনি বলেন এত বড় ঘটনা এটা কোন সামান্য ব্যাপার নয় । তাই এই ঘটনায় সঠিক তদন্তের জন্য এনআইএ- র হাতে তদন্তভার তুলে দেওয়ার আর্জি জানিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে একটি চিঠি লেখেন ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =