বাঁকুড়াঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশাপাশি পরিবারের মৃত্যু হলো দু’জনের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশাপাশি পরিবারের মৃত্যু হলো দু’জনের। মৃতদের নাম অনঙ্গ মোহন ঘোষ (৬০) ও পার্বতী ঘোষ (৫৫)। শনিবার বাঁকুড়া সদর থানা এলাকার ভূতশহর গ্রামের ঘটনা।মৃতদের পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনে পড়ে থাকা ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ঐ দু’জন। আর তার জেরেই মৃত্যু হয়েছে তাদের। খবর পেয়ে গ্রামে যান বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অলক সিংহ। তিনি এই ঘটনার পিছনে বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =